গাইবান্ধায় ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা লিয়নকে গ্রেফতার করেছে পুলিশ । 344 0
গাইবান্ধায় ভাতিজিকে ধর্ষণের দায়ে চাচা লিয়নকে গ্রেফতার করেছে পুলিশ ।
খালেদ হোসেন,গাইবান্ধা
গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় ধর্ষক লিয়ন সরকারকে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত লিয়ন (২০) সম্পর্কে ছাত্রীটির চাচা।
প্রতিবেশী সাহেব মিয়ার ছেলে বখাটে লিয়ন মিয়া স¤পর্কে চাচা হলেও দীর্ঘদিন থেকে মেয়েটিকে বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এব্যাপারে ল¤পট লিয়নের পরিবারকে একাধিকবার বিষয়টি জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। মঙ্গলবার রাতে মেয়েটি পাশের বাড়ীতে টেলিভিশন দেখতে যায়। রাত ৮ টার দিকে টেলিভিশন দেখে বাড়িতে ফেরার সময় ল¤পট লিয়ন গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায় তার পরিবারের লোকজন।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। বুধবার রাতে গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার খোলাহাটি এলাকা থেকে লিয়নকে গ্রেফতার করে।